দুঃখের মতো পরশ পাথর আর নেই ভাব সম্প্রসারণ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি কি দুঃখের মতো পরশ পাথর আর নেই ভাব-সম্প্রসারণটি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন।
দুঃখের মতো পরশ পাথর আর নেই ভাব সম্প্রসারণ
কারণ আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য দুঃখের মতো পরশ পাথর আর নেই ভাব- সম্প্রসারণটি তুলে ধরেছি। চলুন তাহলে ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।

দুঃখের মতো পরশ পাথর আর নেই

মূলভাবঃ মানবজীবন নিরবচ্ছিন্ন সুখের নয়। সুখের সঙ্গে দুঃখও জীবনেরই বাস্তব অনুষঙ্গ। সুখ-দুঃখ নিয়েই মনুষ্যত্বের বিকাশে দুঃখেরও বিশিষ্ট ভূমিকা জীবন। মানবসত্তার জাগরণ এবং রয়েছে। দুঃখের পরশেই মানুষ তার অন্তর্নিহিত শক্তিকে আবিষ্কার করতে পারে।
সম্প্রসারিত ভাবঃ মানুষ স্বভাবত সুখের প্রত্যাশী। কেউ দুঃখ কামনা করে না। কিন্তু জীবন থেকে দুঃখকে বাদ দেওয়া সম্ভব নয়। জীবনে সুখের পাশাপাশি দুঃখ থাকবেই। দুঃখের সাগর পাড়ি দিয়েই সুখের রাজ্যে পদার্পণ করতে হয়। দুঃখই মানুষকে সুখ-স্বপ্নে বিভোর করে তোলে। ফলে মানুষ দুঃখ জয় করার জন্য সাহসী হয়ে ওঠে। দুঃখের স্পর্শ মানুষের অন্তরের দৈন্য দূর করে মানবিক বোধে উদ্বুদ্ধ করে মানুষকে ভালোবাসতে শেখায়। জ্ঞানী-গুণী ব্যক্তিরা মানুষের দুঃখকে পরশপাথরের সঙ্গে তুলনা করেছেন। পরশপামারের ছোঁয়ায় লোহা যেমন সোনায় পরিণত হয়, তেমনই দুঃখের পরশে মানুষও পরিণত হয় সোনার মানুষে। কারণ দুঃখ মানব মনের কালিমা ও গ্লানি দূর করে মানুষকে মনুষ্যত্বের মহিমায় উদ্ভাসিত করে। দুঃখ দ্বারাই মানুষের প্রকৃত পরিচয় উদঘাটিত হয়। দুঃখ থেকেই দুঃখ জয়ের অনুপ্রেরণা পাওয়া যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখের মাহাত্ম্য বর্ণনায় বলেছেন, 'মাতৃস্নেহের মূল্য দুঃখে, পতিব্রত্যের মূল্য দুঃখে, বীর্যের মূল্য দুঃখে, পুণ্যের মূল্য দুঃখে।' দুঃখ মানুষকে সংযম ও ধৈর্য শিক্ষা দেয়। বিশ্ববরেণ্য অনেক মনীষী দুঃখের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। হজরত মুহম্মদ (স.), যিশুখ্রিষ্ট, গৌতম বুদ্ধ প্রমুখ ধর্মবেত্তা তাঁদের ব্যক্তিজীবনের দুঃখবোধকে সমষ্টির দুঃখবোধে রূপান্তরিত করে মানুষের মুক্তি ও শান্তির জন্য কাজ করেছেন। দারিদ্র্যের দুঃখকে শক্তিকে পরিণত করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, 'হে দারিদ্র। তুমি মোরে করেছ মহান/ তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান।'
মন্তব্যঃ দুঃখ মানুষের প্রত্যাশিত না হলেও দুঃখের আগুনে পুড়েই মানুষ আদর্শ মানুষে পরিণত হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url