স্বার্থমগ্ন যে জন বিমুখ ভাবসম্প্রসারণ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। পরীক্ষার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভাব সম্প্রসারণ
পড়ার প্রয়োজন পড়ে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ গুলোর মধ্যে একটি
হচ্ছে আমাদের আর্টিকেলটিতে উল্লেখিত এই ভাব সম্প্রসারণটি।
প্রিয় পাঠক আপনি যদি স্বার্থমগ্ন যে জন বিমুখ ভাবসম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে
থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন।
চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
স্বার্থমগ্ন যে জন বিমুখ
বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে।
মূলভাবঃ মানুষের জীবন
ক্ষণস্থায়ী। এ ক্ষণস্থায়ী জীবনে সকলের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মধ্যেই
জীবনের পরম সার্থকতা নিহিত। অন্যদিকে স্বার্থপর মানুষ, যে নিজেকে নিয়েই সদা
ব্যস্ত থাকে, তার বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নেই।
সম্প্রসারিত ভাবঃ আত্মত্মসর্বস্ব
মানুষ শুধু শারীরিকভাবে বেঁচে থাকে, এদের মনুষ্যত্বের মৃত্যু অনেক আগেই ঘটে। নিজ
স্বার্থ-চরিতার্থ করা মানুষের প্রধান উদ্দেশ্য নয়। কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ
করলে দেখতে পাওয়া যায়, জগৎ-সংসারে আত্মমোহে আচ্ছন্ন অসংখ্য মানুষ। ভোগ আর বিলাসে
গড়ে ওঠে তাদের সাধের বিশাল ইমারত। পার্থিব ভোগবস্তু সংগ্রহ আর সঞ্চয়ের নেশায়
সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এরা শুধু লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলে। এদের এত
পাওয়ার পরও তাকাঙ্ক্ষার শেষ হয় না। ব্যক্তিগত জীবনের জন্য সুখ- শান্তি আর
আরাম-আয়েশের জন্য এদের দুশ্চিন্তারও শেষ নেই। আবার সুখের যে বিশাল সাম্রাজ্য গড়ে
তোলে তাতে অন্য কারো প্রবেশের অধিকার নেই। এই আত্মকেন্দ্রিকতা থেকে সহসা এরা
বেরিয়ে আসতে পারে না। একমাত্র নিজ সুখের জন্য এ শ্রেণির মানুষকে অপরিসীম
লোভ-লালসা অক্টোপাসের মতো চারদিক থেকে বন্দি করেছে। শুধু ভোগ্যবস্তু, সুখ-শান্তি,
আরাম-স্বাচ্ছন্দ্য জীবনকে সুন্দর আর মধুময় করতে পারে এ ধারণা সম্পূর্ণ ভুল।
ব্যক্তিস্বার্থ- বরাবরই ক্ষুদ্র, সীমিত এবং গণ্ডিবদ্ধ, তাই বৃহৎ জীবনের স্পর্শ
এখানে নেই; দেশ ও দশের উপকারের চিন্তাও এখানে অনুপস্থিত। সুতরাং স্বার্থপর
ব্যক্তির জীবন নিরর্থক, নিষ্ফলা ভূমিতে পরিণত হয়।
মন্তব্যঃ নিজের স্বার্থ ত্যাগ
করতে পারলে, স্বার্থপর মানুষ নিজেও আনন্দ পেতে পারেন। নিজস্বার্থ নয় বরং বৃহৎ
স্বার্থে সকল মানুষের কাছাকাছি আসতে পারেন। আর তখনই জীবনের প্রকৃত স্বাদ পাওয়া
যায় মানুষ হিসেবে বাঁচতে শেখা যায়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url