ভাবসম্প্রসারণঃ অসির চেয়ে মসি বড়
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি অসির চেয়ে মসি বড় অথবা, অসি অপেক্ষা
মসি অধিকতর শক্তিমান ভাব সম্প্রসারণ টি খুজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে
এসেছেন।
কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য এই উক্ত ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে নিচে উল্লেখিত ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া
যাক।
অসির চেয়ে মসি বড়
অথবা,
অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান।
মূলভাবঃ জ্ঞানই মানুষের শ্রেষ্ঠ
হাতিয়ার।
সম্প্রসারিত ভাবঃ অসি অর্থ
তরবারি যার নিধন ক্ষমতা বিশাল। আর মসি হলো ক্ষুদ্র কলমের কালি বা জ্ঞান। অসি
দীর্ঘকাল রেখে দিলে তার তীক্ষ্ণতা আর থাকে না। কিন্তু মসি বহমান। মানুষ জ্ঞানের
আলোয় উজ্জীবিত হয়ে পৃথিবীকে সৌন্দর্য মণ্ডিত করে তোলে। এই জ্ঞান এক প্রজন্ম থেকে
অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। অসির শক্তি ধ্বংসাত্মক হলেও সীমিত, যুগ থেকে
যুগান্তরে এর শক্তি বিস্তৃত হওয়ার কোনো সুযোগ নেই। প্রাচীন ও মধ্যযুগে আমরা অসি
শক্তির প্রাধান্যই বেশি দেখেছি। কিন্তু তার বিনিময়ে জগতে নেমে এসেছে ধ্বংস ও
মৃত্যু। অপরদিকে, মসি শক্তির প্রভাবেই আমরা পেয়েছি আধুনিক সভ্যতা। অস্ত্রের ভয়ে
মানুষকে ক্ষণিকের জন্য বশে আনা যায়। অপরদিকে, মসি বা লেখনীরূপ শক্তির মাধ্যমে
জ্ঞান বিবেক আর মানবতা দিয়ে সমস্ত পৃথিবীই জয় করা যায়। ইতিহাস খুঁজলে পাওয়া যায়-
চেঙ্গিস খান, নাদির শাহ, হিটলারসহ অনেকে অস্ত্রের জোরে রক্তের বন্যা বইয়ে দিয়ে
ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। তাদের এরূপ নৃশংসতার জন্য তারা
বিশ্ববাসীর কাছে নিন্দিত ও বিকৃত হয়েছে। আধুনিক জগতে মানুষের উপলব্ধি হয়েছে,
অস্ত্র নয় বরং বিবেক বুদ্ধির অস্ত্র আজ সবচেয়ে বেশি প্রয়োজন। তাই পৃথিবীতে বেড়ে
যাচ্ছে- জ্ঞান বুদ্ধি, বিবেক- জাগ্রত করা মানুষের সংখ্যা। লেখনীরূপ অস্ত্রের
মাধ্যমে অনেক মনীষী তাদের জ্ঞানগর্ভ দর্শন, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস,
চিকিৎসাশাস্ত্র, রাজনীতি প্রভৃতি বিষয়ে বিশ্বমানবতার কল্যাণে তাদের চিন্তাধারা
লিপিবদ্ধ করে গেছেন। তাদের অবদানের কথা মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
কাজেই বলা যায়, তরবারি অপেক্ষা লেখনী অধিকতর শক্তিশালী।
মন্তব্যঃ মূলত মনুষ্যত্ব অর্জনের
জন্য জ্ঞান শক্তির কোনো বিকল্প নেই। তাই অসি নয় মসি শক্তির ব্যবহারের মাধ্যমে এই
বিশ্বকে সুন্দর করে তুলতে হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url