ভাবসম্প্রসারণঃ কালো আর ধলো বাহিরে কেবল
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবারই
সমান রাঙা ভাব সম্প্রসারণ টি খুজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন।
কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য এই উক্ত ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে নিচে উল্লেখিত ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া
যাক।
কালো আর ধলো বাহিরে কেবল
ভেতরে সবারই সমান রাঙা।
মূলভাবঃ পৃথিবীতে মানুষে মানুষে
ধর্মে, বর্ণে যে বাহ্যিক পার্থক্য থাকে, তাকে কেন্দ্র করে মাঝে মাঝে নানা ধরনের
বিদ্বেষ, দ্বন্দ্ব-সংঘাত দেখা দেয়। বাইরে বর্ণের পার্থক্য থাকলেও প্রতিটি মানুষের
দেহে প্রবাহিত হয় একই লাল রক্ত। প্রতিটি মানুষের থাকে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা,
হাসি-কান্নার একই ধরনের অনুভূতি।
সম্প্রসারিত ভাবঃ অসংখ্য মানুষের
অবদানে গড়ে উঠেছে আজকের এ সভ্যতা। কিন্তু এ চরম সত্য ভুলে গিয়ে পৃথিবীতে মানুষের
বহু শ্রেণিকরণ হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নানা ভাগে পৃথিবীতে যে বিভক্তির
সৃষ্টি হয়েছে, সেখান থেকে প্রথমত সৃষ্টি হচ্ছে নানাবিধ দ্বন্দ্ব- সংঘাত,
যুদ্ধবিগ্রহ। বিশ্বে সাদা চামড়াওয়ালা মানুষ ঘৃণা করছে কালো মানুষকে, বিত্তবান
ঘৃণা করছে বিত্তহীন সর্বস্ব হারানোকে। এছাড়াও আছে শিয়া-সুন্নি, ব্রাহ্মণ-কায়স্থ
প্রভৃতির দ্বন্দ্ব-বিদ্বেষ। আজ জাতি-ধর্ম-বর্ণ যেন মানুষের পরিচয়ের একমাত্র
মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। কোরআন, পুরাণ, বেদ-বেদান্ত সকল ধর্মগ্রন্থ মানুষের এ
ভেদাভেদকে সমর্থন করে না। অথচ ধর্মের দোহাই দিয়ে এক মানুষ অবলীলায় কেড়ে নিচ্ছে
আরেক মানুষের জীবন। ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব-সংঘাত চলছেই। এরূপ প্রেক্ষাপটে
নতুনমাত্রা যোগ করেছে ধর্মীয় উন্মাদনায় সৃষ্ট আইএস জঙ্গি। মানবতা আজ ভূলুণ্ঠিত।
সম্পদের সুষম বণ্টনের অভাব মারাত্মক আকার ধারণ করেছে। অসংখ্য মানুষ দারিদ্র্য,
ক্ষুধা আর অপুষ্টির শিকার হচ্ছে। অবশ্য যুগে যুগে কিছু মনীষী মানবতার এ করুণ
হাহাকারের বিরুদ্ধে প্রাণপণ সংগ্রাম করেছেন। ভেদাভেদহীন পৃথিবী নির্মাণে জীবন
বাজি রেখেছেন। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা
অন্যতম। ভারতীয় উপমহাদেশের বাউল সাধক লালন শাহ সমস্ত ভেদাভেদ ভুলে মানুষকে
শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন- 'মানুষ ভজিলে সোনার মানুষ হবি'। ধনী-দরিদ্র,
জাতি-ধর্ম, বর্ণ-গোত্র এবং উচ্চ-নীচ- এসব ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষ একে অপরকে
আপন করতে পারলেই মাটির পৃথিবী স্বর্গে পরিণত হবে।
মন্তব্যঃ পৃথিবীতে মানুষের
আচার-আচরণে, রুচি, মর্যাদায়, শিক্ষা-দীক্ষায়, ধনে-সম্পদে কিছু পার্থক্য থাকাই
স্বাভাবিক। কিন্তু প্রতিটি মানুষ এক স্রষ্টার সৃষ্টি। এ দৃষ্টান্তকে পাথেয় করে
আমরা গড়ে তুলতে পারি এক বৈষম্যহীন পৃথিবী।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url