প্রাণ থাকলে প্রাণী হয় ভাবসম্প্রসারণ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না ভাব সম্প্রসারণ টি খুজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন।
প্রাণ-থাকলে-প্রাণী-হয়-ভাবসম্প্রসারণ
কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য এই উক্ত ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে নিচে উল্লেখিত ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।

প্রাণ থাকলেই প্রাণী হয়,
কিন্তু মন না থাকলে মানুষ হয় না।

মূলভাবঃ সকল প্রাণীরই প্রাণ আছে কিন্তু প্রাণ ও মন- দুটোই আছে শুধু মানুষের। আর মন থাকার কারণেই মানুষ মনুষ্যত্বের অধিকারী। মন ও মনুষ্যত্ব মানুষকে অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা করেছে।
সম্প্রসারিত ভাবঃ যে প্রাণ ধারণ করে সে-ই হলো প্রাণী। মানুষও প্রাণ ধারণ করে- তাই মানুষও প্রাণী। কিন্তু মানুষ প্রাণিজগতের অন্যান্য প্রাণীর চেয়ে সম্পূর্ণ আলাদা। এর কারণ মানুষ একই সঙ্গে প্রাণ ও মন দুটোই ধারণ করে। পশু-পাখি, জন্তু-জানোয়ার শুধু জঠরের জ্বালা বোঝে; মনের জ্বালা বোঝে না। পক্ষান্তরে মানুষের মধ্যে রয়েছে ভালো-মন্দ বোঝার ক্ষমতা। মানুষ মন ও মস্তিষ্কের সমন্বয়ে আত্মত্মবিকাশের নিরন্তর প্রচেষ্টা চালায়। মনোজগতের বৈশিষ্ট্যের কারণেই মানুষ অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র। মন আছে বলেই মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের মধ্যে রয়েছে প্রেম-প্রীতি, ভালোবাসা, স্নেহ-মমতা- যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। মানুষ মন ও মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে নিজেকে পরিবর্তন করতে পারে। মানুষের চেষ্টা ও সাধনার ফলে জগৎ ও জীবনের শ্রীবৃদ্ধি ঘটে। কিন্তু মানুষ যদি মনুষ্যত্ব হারিয়ে কেবল আত্মস্বার্থ চরিতার্থ করতে চায়। সত্য-ন্যায়ের পথ থেকে দূরে সরে যায়- তখন সে আর মানুষ থাকে না। মন ও মনুষ্যত্ব দ্বারা পরিচালিত না হলে মানুষ পশুর কাতারেই পড়ে থাকে, তখন সে প্রাণী ভিন্ন অন্য কিছু নয়। তাই মানুষ হওয়ার জন্য চাই চমৎকার একটি মন। শুধু প্রাণ থাকলেই মানুষ হওয়া যায় না। মনের মালিক হতে পারলেই মানুষ খাঁটি মানুষে পরিণত হতে পারে।
মন্তব্যঃ মানুষের শ্রেষ্ঠ সম্পদ তার মন ও মনুষ্যত্ব। মন ও মনুষ্যত্বের দ্বারা পরিচালিত মানুষই প্রকৃত মানুষ। মন বা হৃদয়ই মানুষকে অন্যান্য প্রাণীর চেয়ে স্বতন্ত্র মর্যাদা দান করেছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url