ভাবসম্প্রসারণঃ আপনারে লয়ে বিব্রত রহিতে

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী 'পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ভাব সম্প্রসারণ টি খুজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন।
আপনারে-লয়ে-বিব্রত-রহিতে
কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য এই উক্ত ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি। অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ রয়েছে তার মধ্যে এটি অন্যতম। চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট না করে নিচে উল্লেখিত ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।

আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী 'পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।

মূলভাবঃ পৃথিবীতে মানুষ শুধু নিজেকে নিয়ে নিমগ্ন থাকবে; এর জন্য মানুষের জন্ম হয়নি। বরং নিজেকে অপরের মধ্যে বিলিয়ে দেওয়ায় মানব জীবনের প্রকৃত সার্থকতা।
সম্প্রসারিত ভাবঃ নিজের সুখ, নিজের স্বার্থ নিজের ক্ষমতাকে অপরিসীম করার চেষ্টা আত্মহত্যার সামিল। এর ফলে জন্ম নেয় মানুষে মানুষে ভেদাভেদ, ঈর্ষাকাতরতা। সেটা নিশ্চয়ই কাম্য নয়। স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। আর মানুষের পক্ষেই সম্ভব সংকীর্ণতার খন্ড জীবন পেরিয়ে বৃহৎ জীবনে সামিল হওয়া। অসংখ্য মানুষের কর্মে ও চিন্তায়, সফলতা ও ব্যর্থতায়, আনন্দ ও বেদনায়, দেশ এবং জাতির সংকট ও সমস্যায়, প্রকৃতির নিত্য নব বিচিত্রতায় এই বৃহৎ জীবন যজ্ঞ স্পন্দিত। এই বৃহৎ জীবনস্রোতের সঙ্গে একাত্ব হয়ে বাঁচাই যথার্থ বাঁচা। সমাজের পক্ষে যে কাজ মঙ্গলকর নয়, যা করলে লজ্জিত হতে হয় তা কখনও করা উচিত নয়। তাতে হয়তো কিছু ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিতে হয়। কিন্তু সকলের মধ্যে যদি সহযোগিতার হাত প্রসারিত হয়, যদি প্রাণে প্রাণে সঞ্চারিত হয় পারস্পরিক আশ্বাস; তবে মানুষ যে আনন্দ লাভ করে তার তুলনা মেলা ভার। তাই শুধু নিজের জন্য নয় বরং অপরের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করাই জীবনের লক্ষ্য হওয়া উচিত।
মন্তব্যঃ আত্মসুখের মাঝে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় না। একে অপরের উপকার সাধনের মধ্যেই মানবজীবনের পরম সার্থকতা নিহিত। তাই সকলের পরের হিতার্থে নিজেকে অকাতরে, নিঃস্বার্থচিত্তে বিলিয়ে দেওয়া উচিত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url