দাও ফিরে সে অরণ্য লও এ নগর ভাবসম্প্রসারণ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি দাও ফিরে সে অরণ্য লও এ নগর ভাবসম্প্রসারণটি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য এই ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
দাও-ফিরে-সে-অরণ্য-লও-এ-নগর-ভাবসম্প্রসারণ
আশা করি ভাবসম্প্রসারণটি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যদি ভাব সম্প্রসারণটি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।চলুন তাহলে সময় নষ্ট না করে ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।

দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।

মূলভাব : নাগরিক সভ্যতার সর্বনাশা স্রোতে মানবজীবন আজ অতিষ্ঠ। তাই মানুষ যন্ত্রণাময় নগর জীবনের সীমানা পেরিয়ে গ্রামীণ আরণ্যক পরিবেশে ফিরে আসতে চায়।

সম্প্রসারিত ভাব : অরণ্য প্রকৃতির শ্যামল শোভা আর ছায়াময় পরিবেশে মানুষের সামাজিক জীবনের সূত্রপাত ঘটেছিল। সবুজ বৃক্ষলতা পরিবেষ্ঠিত পর্ণকুটিরে গড়ে উঠেছিল সাংসারিক জীবনের ভিত। ছায়াঢাকা, পাখিডাকা সবুজ অরণ্যানীর সুবিস্তৃত পরিসরে মানুষের জীবনের প্রবাহ ছিল ঝরনাধারার মতো প্রাণচঞ্চল। ঝিরঝিরে উদাস হাওয়া আর দুরাকাশের নীলিমা মানুষের মনে কল্পনার জাল বিস্তার করত। গ্রামীণ সুনিবিড় স্নিগ্ধ পরিবেশে মানুষের জীবন ছিল গ্লানিহীন ও আনন্দমুখর। মানুষে মানুষে ছিল পরম সম্ভাব। মোহযুক্ত জীবন আর প্রীতিময় সামাজিক সম্পর্ক মানুষকে মানবিক মর্যাদায় উন্নত শিরে বাঁচার অনুপ্রেরণা জোগাত। কিন্তু আধুনিক সভ্যতার বর্ণিল ঝলকানি মানুষকে গ্রামের উদার উন্মুক্ত আরণ্যক পরিবেশ থেকে নিয়ে এসেছে নগরের সঙ্কীর্ণ আঙিনায়। মানুষ বন্দি হলো ইট-পাথরের চার দেয়ালের ভেতর। জীবন হয়ে পড়ল কৃত্রিম, আনন্দহীন। মানুষে মানুষে প্রাণময় মধুর সম্পর্ক তিরোহিত হলো। নগর-সভ্যতা মানুষকে আত্ম-ভাবনায় অস্থির করে তুলল। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে নগর-সভ্যতা বিস্তৃত হলো। অরণ্য-প্রকৃতি ধ্বংস করে দিকে দিকে নির্মিত হলো সুউচ্চ অট্টালিকা। স্থাপিত হলো অজস্র শিল্প-কলকারখানা। জীবনের প্রাচুর্য খুঁজতে গিয়ে মানুষে মানুষে শুরু হলো তীব্র প্রতিযোগিতা। ধনের প্রাচুর্যে মনের শান্তি হারিয়ে গেল। মানুষ বুঝতে শুরু করল প্রকৃতির সবুজ আঙিনা ছাড়া মনের প্রশান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

মন্তব্য : নাগরিক জীবন আজ ভয়ংকর-সংকটের সম্মুখীন। তাই প্রকৃতির অনাবিল পরিবেশ ধ্বংস করে যে মানুষ এক সময় নগর-সভ্যতা নির্মাণ করেছিল, সে মানুষই আবার শান্তি-সুখের প্রত্যাশায় সবুজ বৃক্ষরাজি ঘেরা গ্রামীণ পরিবেশে ফিরে যেতে উদগ্রীব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url