ভাবসম্প্রসারণ : যে জন দিবসে মনের হরষে
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যে জন দিবসে মনের হরষে ভাবসম্প্রসারণটি খুঁজে
থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের
জন্য এই ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
আশা করি ভাবসম্প্রসারণটি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যদি ভাব
সম্প্রসারণটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে
শেষ পর্যন্ত পড়ুন।চলুন তাহলে সময় নষ্ট না করে ভাবসম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।
যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি
আশু গৃহে তার দেখিবে না
আর
নিশীতে প্রদীপ ভাতি।
মূলভাব : যারা বিনা প্রয়োজনে
সম্পদের অপব্যবহার করে, তাদের জীবনে এমন সময়ও আসতে পারে যখন অতি প্রয়োজনেও খরচ
করার সামর্থ্য থাকবে না।
সম্প্রসারিত ভাব : দিনের বেলায়
সূর্যালোকে সমস্ত বিশ্ব আলোকিত হয়ে থাকে। তখন প্রদীপ জ্বালানোর কোনো প্রয়োজন হয়
না। দিনের বেলা প্রদীপ জ্বালানো অপচয় ছাড়া কিছু নয়। কেউ যদি মনের খেয়ালে দিনের
বেলায় মোমবাতি জ্বালানোর মতো অর্থের অপব্যয় করে, তাহলে সে অতি শিগগিরই অভাবগ্রস্ত
হয়ে পড়বে। এমনকি রাতের অন্ধকারেও প্রয়োজনে প্রদীপ জ্বালানোর ক্ষমতা তার থাকবে না।
তদ্রুপ কোনো ব্যক্তি যদি সুসময়ে বিনা প্রয়োজনে অর্থের অপব্যবহার করে তার সঞ্চিত
অর্থ শেষ করে ফেলে তা হলে তার অমিতব্যয়িতার কারণে সে অচিরেই দরিদ্র হয়ে পড়বে- অতি
প্রয়োজনেও অর্থ ব্যয় করার ক্ষমতা তার আর থাকবে না। কেননা সম্পদ ও প্রাচুর্যের
প্রয়োজনাতিরিক্ত ব্যবহার তথা অপচয় মানুষকে দ্রুত ঠেলে দেয় দৈন্য ও দুর্দশার দিকে।
মন্তব্য : অপব্যয় একটি মারাত্মক
বদঅভ্যাস। ব্যক্তিজীবনে যেমন এর কুপ্রভাব রয়েছে তেমনই জাতীয় জীবনের ক্ষেত্রেও এর
সমান প্রভাব থাকা স্বাভাবিক। তাই ব্যক্তিজীবন থেকে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে
অপব্যয় পরিহার করা একান্ত প্রয়োজন। মিতব্যয়িতাই জীবনে প্রকৃত সুখী হওয়ার প্রকৃষ্ট
উপায়। তাই সকলেরই মিতব্যয়ী হওয়া উচিত।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url