সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাব সম্প্রসারণ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাব
সম্প্রসারণটি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই
আর্টিকেলটিতে আপনাদের জন্য এই ভাবসম্প্রসারণটি তুলে ধরেছি।
অন্যান্য গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ গুলোর তালিকায় এটিও রয়েছে। আশা করি
ভাবসম্প্রসারণটি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক চলুন তাহলে আর বৃথা সময় নষ্ট
না করে নিচে উল্লেখিত ভাব সম্প্রসারণটি পড়ে নেওয়া যাক।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
মূলভাবঃ স্রষ্টার এক অপূর্ব
সৃষ্টি মানুষ। তাঁর কাছে কোনো প্রভেদ নেই, সকলেই সমান। কিন্তু সমাজ জীবনে এসে
মানুষ ধনী-গরিব, উঁচু- নীচু জাতের ভেদাভেদ তৈরি করেছে।
সম্প্রসারিত ভাবঃ পৃথিবীতে যত
মানুষ রয়েছে তারা সবাই একই উপাদান রক্ত-মাংসের সৃষ্টি। জগতের অন্যান্য প্রাণী
থেকে মানুষ সম্পূর্ণ আলাদা। কারণ তার রয়েছে নিজস্ব বিবেচনাবোধ, সৃজনশীলতা ও
মানবিক গুণাবলি। এই সকল গুণ দিয়েই মানুষ সুন্দরভাবে বেঁচে থাকার প্রয়াস পায়।
মানুষের সবচেয়ে বড়ো পরিচয় সে মানুষ। কিন্তু আজ পৃথিবীর প্রায় সকল স্থানে
উঁচু-নিচু, ছোটো-বড়ো, সাদা- কালো, ধর্মীয় ও জাতিভেদ বিদ্যমান। ঐশ্বর্য, আধিপত্য
আর দাম্ভিকতার কাছে মানবতা ভুলুষ্ঠিত। কিন্তু পৃথিবীর সকল মহৎ ব্যক্তি মানুষের
জয়গান করেছেন। তারা স্বার্থ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবেসেছেন।
মানুষের কাছে স্থান, কাল, গোত্র কোনোটিই বিবেচ্য বিষয় নয়। এই মহৎ ধারণা তারা
প্রতিষ্ঠা করতে চেয়েছেন। যে মানুষ অন্য একটি মানুষকে মানুষ হিসেবে হৃদয়ে স্থান
দিতে পারে, সে কখনো অন্যের ক্ষতি করতে পারে না। দক্ষিণ আফ্রিকার সাবেক
প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে বর্ণবৈষম্য রোধের আন্দোলনে নেতৃত্ব প্রদানের
কারণে ৩২ বছর নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে। তিনি বর্ণপ্রথার বিরুদ্ধে
সাম্যবাদকেই প্রতিষ্ঠা করতে চেয়েছেন।
মন্তব্যঃ মানুষের বিকল্প শুধু
মানুষ। কারণ মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি বৈচিত্র্যময় ও সম্মানীয়। মানুষের এই
মহিমান্বিত সত্তার পরিচয় দিতে গিয়ে কাজী নজরুল ইসলাম উচ্চারণ করেছেন, 'মানুষের
চেয়ে বড়ো কিছু নহে, নহে কিছু মহীয়ান।' মানবধর্মে বিশ্বাসী বাউল লালন ফকির, শাহ
আব্দুল করিম প্রমুখ তাদের গানে মানুষের মাহাত্ম্য প্রচার করেছেন। তারা বোঝাতে
চেয়েছেন স্রষ্টা মানবের মাঝেই বিদ্যমান। তাই পৃথিবীতে মানুষই শ্রেষ্ঠ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url