যানজট প্রতিবেদন - যানজট একটি ভয়াবহ সমস্যা প্রতিবেদন
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আপনি যদি যানজট একটি ভয়াবহ সমস্যা প্রতিবেদনটি
খুঁজে থাকেন তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা আর্টিকেলটিতে
আপনাদের জন্য যানজট একটি ভয়াবহ সমস্যা প্রতিবেদনটি তুলে ধরেছি।
আশা করি আপনাদের উপকারে আসবে। প্রিয় পাঠক আপনি যানজট একটি ভয়াবহ সমস্যা
প্রতিবেদনটি পড়তে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের এ আর্টিকালিটি মনোযোগ সহকারে
সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক।
তোমার শহরে যানজট সমস্যার ওপরে একটি প্রতিবেদন রচনা কর।
অথবা, মনে কর,
তুমি সবুজ। একটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে 'যানজট সমস্যার কারণ ও
প্রতিকার' সম্বন্ধে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর।
প্রতিবেদকের নাম : 'ক'
প্রতিবেদনের শিরোনাম : যানজট একটি ভয়াবহ সমস্যা
প্রতিবেদন তৈরির সময় : রাত ৯টা
তারিখ : ১৮ই মে ২০২১
যানজট একটি ভয়াবহ সমস্যা
মারাত্মক যানজটের কারণে 'খ' শহরে স্বাভাবিক যাতায়াত সম্ভব হচ্ছে না। যানজট শুধু
আমাদের অমূল্য সময়ই কেড়ে নিচ্ছে না, নাগরিক জীবনেও ডেকে আনছে নানা দুর্ভোগ।
সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, শ্রমিক, পথচারী সবাই আজ সর্বগ্রাসী
যানজটের শিকার। এখন সময়মতো গন্তব্যে পৌঁছানোর কোনো নিশ্চয়তা নেই। নাগরিক জীবনে
মানুষের অন্তহীন কাজ। জীবন ও জীবিকার তাগিদে সবাইকে ছুটতে হয় অফিস-আদালত,
হাসপাতাল ও ব্যবসায় প্রতিষ্ঠানে। ছাত্রছাত্রীদের যেতে হয় স্কুল-কলেজে ও
বিশ্ববিদ্যালয়ে। কিন্তু পথে নামলেই যানজট দৈত্যের মতো পথ আগলে দাঁড়াচ্ছে। ফলে
কাজে বের হলে প্রায় ক্ষেত্রেই দেখা দেয় ব্যর্থতা। যানজটের কবলে একবার আটকে গেলে
কখন তা থেকে মুক্তি পাওয়া যাবে তা বলা মুশকিল। রোগীসহ অ্যাম্বুলেন্স যখন যানজটে
আটকে পড়ে তখন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, এমনকি পথিমধ্যে যানজটের কারণে রোগীর
মৃত্যুও ঘটে। বর্তমানে আর্থিক ক্ষয়ক্ষতির একটা বড়ো কারণ এ যানজট। এতে একদিকে যেমন
বিপুল সময় নষ্ট হচ্ছে অপরদিকে তেমনই হারিয়ে যাচ্ছে অগণন শ্রমঘণ্টা। এর অর্থমূল্য
নির্ণয় করা গেলে দেখা যেত প্রতিদিন বিশাল অঙ্কের অর্থের অপচয় হচ্ছে এ কারণে। তাই
যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ জরুরি।
যানজটে নিরসনে গৃহীত পদক্ষেপ:
- অবৈধ পার্কিং বন্ধ করা।
- যখন তখন যানবাহন থামিয়ে লোক ওঠা নামা না করা।
- লাইসেন্সহীন রিকশার দৌরাত্ম্য কমানো।
- ফুটপাতগুলো হকারমুক্ত করা।
- রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রতিযোগিতা বন্ধ করা।
- প্রতিটা মোড়ে বহুমুখী ফ্লাইওভার নির্মাণ করা, যাতে যেকোনো মোড়ে গাড়ি ট্রাফিক সিগন্যাল ছাড়া নিজের পথে চলতে পারে।
- শহরের ব্যস্ত এলাকার বাস টার্মিনাল উঠিয়ে দেওয়া।
- পাতাল রেলের ব্যবস্থা করা।
- অধিক প্রাইভেট কারের পরিবর্তে অত্যাধুনিক বাস, ডাবল ডেকারসহ গণপরিবহনের ব্যবস্থা করা।
সর্বোপরি যানজট নিরসনের অন্যতম কৌশল হিসেবে সংযোগ সড়ক স্থাপন বাড়াতে হবে। নাগরিক
জীবনকে স্বচ্ছন্দ, সাবলীল ও গতিশীল করে তুলতে যানজট সমস্যার সমাধান অত্যাবশ্যক;
এজন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা ও সময়োপযোগী বিজ্ঞানসম্মত পরিকল্পনা ও তার দ্রুত
বাস্তবায়ন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url