মেয়েদের ইমপ্রেস করার কমেন্ট - মেয়েদের ছবি দেখে প্রশংসা
আমরা অনেকেই মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন কমেন্ট করে থাকি। আপনি যদি
মেয়েদের ইমপ্রেস করার কমেন্ট জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে একজন সঠিক জায়গায়
চলে এসেছেন কেননা এই পোস্টটিতে আপনারা মেয়েদের ইমপ্রেস করার কমেন্ট সম্পর্কে
জানতে পারবেন।
এছাড়াও মেয়েদের ছবি দেখে প্রশংসা, মেয়েদের ইমপ্রেস করার মত প্রশ্ন, মেয়েদের
ছবিতে ফানি কমেন্ট, মেয়েদের ছবিতে রোমান্টিক কমেন্ট সহ আরো ইত্যাদি বিষয় জানতে
পারবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে মেয়েদের ইমপ্রেস করার কমেন্ট গুলো জেনে
নেওয়া যাক।
পেজ সূচিপত্রঃ মেয়েদের ইমপ্রেস করার কমেন্ট - মেয়েদের ছবি দেখে প্রশংসা
ভূমিকাঃ মেয়েদের ইমপ্রেস করার কমেন্ট - মেয়েদের ছবি দেখে প্রশংসা
আমরা অনেকেই ফেসবুকে বিভিন্ন ছবি ছেলেদের বা মেয়েদের ছবিতে কিংবা পোস্টে কমেন্ট
করে থাকি। অনেকেই চাই সুন্দর সুন্দর কমেন্ট করে মেয়েদের ইমপ্রেস করতে। কিন্তু
কমেন্ট করার সময় মাথায় আসে না যে কি লিখে কমেন্ট করলে ভালো হয়।
একটা মেয়েকে কমেন্ট এর মাধ্যমে ইমপ্রেস করতে চাইলে তা খুব সহজেই করতে পারবেন তবে
আপনার কমেন্টটা অবশ্যই ওই মেয়েটির পছন্দ হওয়া গুরুত্বপূর্ণ। কেননা ফেসবুকে কেউ
যখন কোন কিছু পোস্ট বা ছবি আপলোড দেয় তখন সে কমেন্ট বক্স চেক করে দেখে যে তার
ছবিতে বা পোস্টে কে কি ধরনের মন্তব্য করেছে।
একটি মেয়ে কখনোই সরাসরি একটি অপরিচিত ছেলেকে মেসেজ করবে না এমনকি আপনি যদি তাকে
ফেসবুকে নক দিয়ে কথা বলার চেষ্টা করেন এতেও বেশিরভাগ মেয়েই উপেক্ষা করবে।
এক্ষেত্রে আপনি তার অ্যাটেনশন পাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রশংসনীয় অথবা হাসির
কমেন্ট করতে পারেন। যাতে সে নিজে থেকে আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠে।
আমাদের এই আর্টিকেলটি লেখা হয়েছে তাদের উদ্দেশ্যে যারা মেয়েদের ইমপ্রেস করার
কমেন্ট খুঁজছেন। মেয়েদের ছবি দেখে প্রশংসা, মেয়েদের ইমপ্রেস করার মত প্রশ্ন,
মেয়েদের ইমপ্রেস করার কমেন্ট, মেয়েদের ছবিতে ফানি কমেন্ট সম্পর্কে জানতে
পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
মেয়েদের ছবি দেখে প্রশংসা
- তোমার মাধুর্য ভরা মায়াবী রূপ আমাকে মোহিত করে ফেলেছে। এমন মায়াবী রূপের দিকে তাকিয়ে আমি আমার সারা জীবন পার করে দিতে পারব।
- আজকে যদি লিওনার্দো দ্যা ভিঞ্চি বেঁচে থাকত তাহলে সে মোনালিসার ছবি না আঁকিয়ে নিশ্চয়ই আপনার ছবি আঁকতো।
- আকাশে মেঘের কারণে আজকে চাঁদ দেখতে পারিনি কিন্তু আপনার এই ছবি দেখার পর চাঁদ দেখার শখটা পূরণ হয়ে গেল।
- তোমার চোখ যেন সমুদ্রের নীল। ওই চোখের দিকে তাকালে আমি অন্য জগতে হারাই যায়।
- তুমি ছবিতেই এত সুন্দর। না জানি বাস্তবে আরো কতটা সুন্দর।
- তোমার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে হারায় যেতে মন চায়।
- তোমার ওই ফুলের মত হাসিতে আমি সবসময় মুগ্ধ হয়ে থাকি।
- তোমার মুখ যেন ঐ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। দেখলে আর চোখ সরাতে মন চায় না।
- তোমার ছবিতে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে।
- সৌন্দর্য কেবল একটি শব্দ মাত্র, আপনি চাঁদের চেয়েও সুন্দর।
মেয়েদের ইমপ্রেস করার মত প্রশ্ন
- আমার কোন অভ্যাসটি আপনার কাছে ভালো লাগে?
- আমার সাথে সময় কাটাতে তোমার কেমন লাগে?
- তুমি কি সারা জীবন আমাকে এইভাবে ভালোবেসে যাবে?
- তোমার জীবনের সবচেয়ে সন্দর মুহুর্ত কি ছিল?
- আপনি কি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন?
- কখনো কি ভিড়ের মধ্যে আমার হাত ধরতে পারবে?
- তুমি যদি এক দিনের জন্য ছেলে হতে পারতা তাহলে কি করতা?
- তোমার কল্পনায় কি কখনো আমি ছিলাম?
- তোমার জীবনে পাওয়া সবচেয়ে সুন্দর উপহারটি কি?
- আপনি কি ভ্রমন করতে ভালোবাসেন?
- কথায় ভ্রমনে যেয়ে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেছো?
- আমার কোন অভ্যাসটি তোমার খারাপ লাগে?
- আমাকে দেখে কেমন ছেলে বলে মনে হয় তোমার?
- আপনার মনে কি আমি জায়গা পেতে পারি?
মেয়েদের ইমপ্রেস করার কমেন্ট
- তোমার অপরূপ সৌন্দর্যে হারাই গেলাম আমি রেখে গেলাম একটি কমেন্ট খুজে নিও আমায় তুমি।
- তোমায় দেখে আজ বিশ্বাস হয়ে গেল যে পৃথিবীতেও পরী আছে।
- আপনার মায়াবী রূপে ফেসবুকটাকে আলোকিত করে দিয়েছে।
- ফুলের চেয়েও সুন্দর তুমি। আমি যদি কবি হতাম তোমায় নিয়ে শত শত কবিতা লিখতাম।
- আমার কাছে তিনটি জিনিস খুবই প্রিয় রাতের আকাশ, বৃষ্টি এবং তুমি।
- তোমার মিষ্টি হাসি আমার হৃদয়টাকে বরফের মত গলিয়ে দেয়।
- চাঁদের চেয়েও সুন্দর তোমার মুখ। তাই হয়তো আজকে চাঁদটা লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে।
- তোমার রূপ সত্যিই অনন্য, এটি আমার জীবনের একটি মহান আলো।
- ভাগ্যিস আমার সাঁতার যানা ছিল, নয়তো আজ তোমার চোখের মাঝে ডুবে যেতাম।
- আপনার কাছে কি ঘুমের মেডিসিন হবে? আপনার পিক আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে।
- তোমার চোখের মাঝে আমি হারায় গেছি এইখান থেকে বের হওয়ার রাস্তাটা বলবেন প্লিজ?
মেয়েদের ছবিতে ফানি কমেন্ট
- বুঝতে পেরেছি ফেয়ার এন্ড লাভলী মাখছো😉
- কিছুই ভেবে পাচ্ছিনা এতো সুন্দর ছবিতে কি কমেন্ট করবো..!!🤔
- ও মা......এযে দেখি পুরাই নায়িকা গো....😍
- পুরাই মাথা নস্ট😯
- উম্মা...কী সুইট 😋
- তুমি কোন শহরের মাইয়া গো...লাগে উরা ধুরা🤩
- থুতু দে, থুতু দে। নজর লাগবো 😜
- মাথা ঘুরান্টি দিতাসে রে...😵
- আব্বা এরে বিয়া করুম...😭
- কিডা গো এইডা...🧐
শেষকথাঃ মেয়েদের ইমপ্রেস করার কমেন্ট - মেয়েদের ছবি দেখে প্রশংসা
প্রিয় পাঠক আমরা এতক্ষণ জানালাম মেয়েদের ছবি দেখে প্রশংসা, মেয়েদের ছবিতে ফানি
কমেন্ট, মেয়েদেরকে ইমপ্রেস করার প্রশ্ন এছাড়াও মেয়েদেরকে ইমপ্রেস করার কমেন্ট।
আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে।
আমাদের পোস্টটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন।আরো
এমন বিভিন্ন ধরনের পোস্ট করতে ইচ্ছুক হলে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।আপনাদের
সুস্থতা কামনা করে আজকের মত আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url