My Family Paragraph Writing
As-salamu alaykum dear reader. If you are interested in reading the article on
My Family Paragraph, then you have come to the right place. We have
highlighted My Family Paragraph in this article.
Along with the paragraph My Family, we have also given its Bengali
translation. Hope it will be useful for you. Dear reader read our article to
the end. So without wasting any more time let's get started.
My Family
I am Hasan Ahmed. I am the second child of my parents. Our family consists of
five members. I have a brother and a sister. My father is a farmer. We live in
a village under Jamalpur district. My father works day and night to manage our
food. When I was born my grandmother was alive. She took a great care of me.
When I was four years old she used to tell me many interesting stories. They
were about ghosts and fairies. At the age of six my father took me to our
village primary school. I was very glad and had a new experience. I found
there many children of my age. I got myself admitted into class one. Meanwhile
my grandmother breathed her last. My mother loved me very much. She taught me
at home. Our headmaster was a very nice man. He loved us like his children. My
father was busy man. I hardly got chance to get close to him. But he made
inquiries about my well being. In course of time I won the primary scholarship
and left my dearest primary school. Then I got myself admitted to Jamalpur
Govt. High School. Today I am fourteen years old and reading in class 9. Now I
am busy planning of my future, but can not forget my lost days.
My Family Paragraph (বাংলা অনুবাদ)
আমি হাসান আহমেদ। আমি আমার মা-বাবার ২য় পুত্র। আমাদের পরিবার পাঁচজন সদস্য নিয়ে
গঠিত। আমার এক ভাই ও এক বোন আছে। আমার বাবা একজন কৃষক। আমরা জামালপুর জেলার এক
গ্রামে বাস করি। আমাদের অনু সংস্থানের জন্য আমার বাবা রাত-দিন কাজ করেন। যখন আমি
জন্মগ্রহণ করি তখন আমার পিতামহী জীবিত ছিলেন। তিনি আমার খুব যত্ন নিতেন। যখন আমার
বয়স চার বৎসর তিনি আমাকে অনেক মজাদার গল্প বলতেন। এগুলো ভূতপ্রেত আর পরীদের নিয়ে
কল্পকাহিনী। ছয় বৎসর বয়সে আমার বাবা আমাকে আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে
নিয়ে যান। আমি খুব খুশি হলাম ও নতুন অভিজ্ঞতা লাভ করলাম। আমি সেখানে আমার বয়সের
বহু ছেলেমেয়ে দেখলাম। আমি প্রথম শ্রেণীতে ভর্তি হলাম। ইতোমধ্যে আমার পিতামহী মারা
যান। আমার মা আমাকে খুব ভালবাসতেন। তিনি আমাকে বাড়িতে লেখাপড়া শিক্ষা দিতেন।
আমাদের প্রধান শিক্ষক ছিলেন খুব ভাল লোক। তিনি নিজের ছেলেমেয়ের মত আমাদের •
ভালবাসতেন। আমার বাবা ছিলেন খুব ব্যস্ত লোক। আমি তাঁর সান্নিধ্যে যাবার সুযোগ
পেতাম না বললেই হয়। কিন্তু তিনি আমার ভালমন্দের খোঁজ-খবর নিতেন। কালক্রমে আমি
প্রাথমিক বৃত্তি লাভ করলাম ও আমার প্রিয়তম প্রাথমিক বিদ্যালয় ত্যাগ করলাম। তারপর
জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম। আজ আমার বয়স চৌদ্দ বৎসর এবং ৯ম
শ্রেণীতে পড়ি। এখন আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যস্ত, কিন্তু আমি আমার হারানো
দিনগুলো ভুলতে পারি না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url