একজন কৃষক অনুচ্ছেদ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। পরীক্ষার জন্য আমাদেরকে বিভিন্ন অনুচ্ছেদ পড়ার
প্রয়োজন পড়ে। আপনি যদি একজন কৃষক অনুচ্ছেদটি খুঁজে থাকেন তাহলে একদম সঠিক
জায়গায় চলে এসেছেন।
আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য একজন কৃষক অনুচ্ছেদটি খুব সহজভাবে তুলে ধরেছি।
আশা করি অনুচ্ছেদটি আপনাদের উপকারে আসবে। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলোর মধ্যে এটিও
একটি। চলুন তাহলে পড়ে না যাক।
একজন কৃষক অনুচ্ছেদ
যে ব্যক্তি কৃষিকাজের কাজ করে তাকে কৃষক বলা হয়। বাংলাদেশে কৃষকের জীবন তেমন
ভালো নয়। তিনি উত্তরাধিকারসূত্রে সামান্য জমি পেয়েছেন। তিনি নিরক্ষর। তিনি
জানেন না কিভাবে তার জমি বৈজ্ঞানিকভাবে চাষ করতে হয়। তিনি বৈজ্ঞানিক পদ্ধতি
প্রয়োগ করতে পারেন না। তার কাছে মাত্র একজোড়া বলদ এবং হাতে তৈরি কিছু সরঞ্জাম
আছে। প্রায়শই তার বীজ, সার বা কীটনাশক কেনার জন্য পর্যাপ্ত অর্থ থাকে না। ফলে সে
নিজের ও পরিবারের জন্য বেশি খাবার তৈরি করতে পারে না। তিনি তার জমির সঠিক ব্যবহার
করতে পারেন না। সে খুব ভোরে উঠে, তার জমিতে যায়, চাষ করে। বীজ বপন করে এবং আগাছা
বের করে, সে দুপুরে বাড়িতে আসে, তার খাবার খায়, বিশ্রাম নেয় এবং আবার তার
জমিতে যায়। সে গরীব জন্মেছে। কখনও কখনও তিনি মহাজনদের কাছ থেকে ঋণ নেন। ঋণ
পরিশোধ করতে না পারলে জমির টুকরো বিক্রি করে দেন। একজন কৃষককে প্রকৃতির করুণায়
ছেড়ে দেওয়া হয়। জীবনে তার সুখ-দুঃখ আছে। সে যদি ভালো ফলন পায়। তার মুখ আনন্দে
উজ্জ্বল হয়। অন্যদিকে ফসল ভালো না হলে তার দুঃখের সীমা থাকে না। সে ও তার পরিবার
অনাহারে থাকে। তিনি অত্যন্ত দরিদ্র জীবনযাপন করেন। কঠোর পরিশ্রম করলেও সচ্ছল
জীবনযাপন করতে পারে না। চাওয়ার ভয়ে সে মাথা তুলতে পারে না। তার জীবন মানেই
অস্তিত্বের সংগ্রাম।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url