জ্ঞানই শক্তি অনুচ্ছেদ
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন অনুচ্ছেদ
পড়ার প্রয়োজন পড়ে। আপনি যদি জ্ঞানই শক্তি অনুচ্ছেদটি খুঁজে থাকেন তাহলে একদম
সঠিক জায়গায় চলে এসেছেন।
কেননা আমরা আর্টিকেলটিতে আপনাদের জন্য জ্ঞানই শক্তি অনুচ্ছেদটি তুলে ধরেছি। আশা
করি অনুচ্ছেদটি আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে সময় নষ্ট না করে অনুচ্ছেদটি
পড়ে নেয়া যাক।
জ্ঞানই শক্তি
জ্ঞান হল একটি ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে সচেতনতা। মানুষ ঈশ্বরের দ্বারা
মস্তিষ্ক দিয়ে দান করা হয়. তার মস্তিষ্ক আছে বলে সে জ্ঞান সৃষ্টি করতে পারে। এই
জ্ঞানের কারণে মানুষ পশুদের থেকে শ্রেষ্ঠ। সভ্যতার ঊষালগ্নে মানুষ ছিল প্রকৃতির
করুণায়। ধীরে ধীরে সে তার মস্তিষ্ককে কাজে লাগিয়ে প্রতিটি ক্ষেত্রেই বিকশিত হতে
থাকে। তার জ্ঞানে মানুষ ফসল ফলাতে শুরু করে, ঘর তৈরি করে, পশু ও শত্রুদের
বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র তৈরি করে। নিজের জ্ঞানে তিনি বিজ্ঞান ও
প্রযুক্তির ক্ষেত্রে অনেক কিছু উদ্ভাবন করেছেন। এটি মানুষকে ভ্রমণের বিভিন্ন
পদ্ধতি উদ্ভাবন করতে সক্ষম করেছে। ওষুধের ক্ষেত্রে মানুষ প্রাণঘাতী রোগ
নিয়ন্ত্রণের জন্য অনেক ওষুধ আবিষ্কার করেছে, যা পুরানো দিনে নিরাময়যোগ্য বলে
বিবেচিত হত। কিন্তু মানুষ তার জ্ঞানে এ সব পাল্টে দিয়েছে। যোগাযোগের ক্ষেত্রে
উন্নয়ন, বিনোদন যা অতীতে কখনও চিন্তা করা হয়নি মানুষের জ্ঞান দ্বারা উপহার।
কিন্তু এই জ্ঞানের নেতিবাচক দিকও রয়েছে। মানুষ বিভিন্ন ধরনের যুদ্ধ উপকরণ
উদ্ভাবন শুরু করেছে যেমন এই জ্ঞান দ্বারা পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা,
দূরপাল্লার মিসাইল ইত্যাদি। কিন্তু একজনের আশা করা উচিত যে মানুষ তার জ্ঞান
দ্বারা এই ত্রুটিগুলিও কাটিয়ে উঠবে। জ্ঞান শান্তি, সমৃদ্ধি এবং বৃদ্ধির জন্য
ব্যবহার করা উচিত।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url