কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায় ২০২৫
আপনি কি কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায় খুঁজছেন? যদি খুঁজে থাকেন
তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন কেননা আমরা এই আর্টিকেলটিতে আপনাদের জন্য
কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায় তুলে ধরেছি।
অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখার প্রয়োজন পড়ে।
এক্ষেত্রে ওয়াইফাইটা যদি কানেক্ট করা থাকে এবং আপনি যদি এর পাসওয়ার্ড জানতে চান
তাহলে আর্টিকেলটি পড়ে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায় জেনে নিতে
পারবেন।
পেইজ সূচিপত্রঃ কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায় ২০২৫
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার অ্যাপস
আজকাল, আমাদের কমবেশি সকলেরই বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, এবং আমাদের
বেশিরভাগ ডিভাইসই ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত। অনেকের বাসায়
ওয়াইফাই না থাকাই পাশের বাসার ওয়াইফাই এর সংযোগ পেতে চাই এছাড়াও মাঝে মাঝে এমন
সময় আসে যখন আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে যান, অথবা একটি নতুন ডিভাইসে
সংযোগ করার প্রয়োজন হয়। আজকাল বেশ কয়েকটি অ্যাপ উপলব্ধ রয়েছে যা আপনাকে
ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে পেতে সাহায্য করেঃ
WiFi Password Show: এটি এমন
একটি অ্যাপ যা আপনাকে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে সহজেই পাসওয়ার্ড দেখতে সাহায্য
করে। এটি আপনাকে আপনার ডিভাইস থেকে সংযুক্ত ওয়াইফাই নেটওয়ার্ক কী তা দেখতে
দেয়।
Router Keygen: এটি একটি গুরুতর
অ্যাপ যা বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড ছিনিয়ে নেয়। যদিও এটি
শুধুমাত্র রুটেড অ্যান্ড্রয়েড ফোনে কাজ করে।
WiFi Master Key: এই অ্যাপের
সাহায্যে, আপনি নিরাপদে পাবলিক ওয়াইফাই হটস্পটগুলিতে সংযোগ করতে পারেন এবং
পাসওয়ার্ড জানার প্রয়োজন হয় না।
ওয়াইফাই পাসওয়ার্ড ফাইন্ডার অ্যাপগুলি ব্যবহার করার সময় আপনার গোপনীয়তা রক্ষা
করতে হবে। কারো ওয়াইফাই এর পাসওয়ার্ড অবৈধ ভাবে বের করে ব্যবহার করা উচিত নয়।
এ সকল অ্যাপ ব্যবহার করতে বেশিরভাগ সময় ফোনের রুট পারমিশনের প্রয়োজন পড়ে। ফোন
রুট করার ফলে আপনার ফোনের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই আপনি এই অ্যাপগুলি
ব্যবহার করবেন নাকি করবেন না তা পুরোটাই আপনার উপর।
কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার বিভিন্ন উপায় রয়েছে। এ আর্টিকেলটিতে
আমরা যে সকল উপায় সমূহ তুলে ধরেছি তা বেশ কার্যকরী। আপনি যদি কানেক্ট করা
ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে চান সেক্ষেত্রে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন, পিসি
বা ল্যাপটপ অথবা ম্যাকবুক ইত্যাদির সাহায্যে খুব সহজেই পাসওয়ার্ড বের করতে
পারবেন বা দেখতে পারবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে কানেক্ট করা ওয়াইফাই
পাসওয়ার্ড দেখার উপায় সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ
মোবাইল থেকে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়ঃ
মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে প্রথমে মোবাইলের
নোটিফিকেশন বার ওপেন করতে হবে এরপর wi-fi সেকশন এর উপর চাপ দিয়ে কিছুক্ষণ ধরে
রাখুন। আপনার মোবাইল ফোনটি যদি অ্যান্ড্রয়েড ১০ অথবা এর উপরের ভার্সনের হয়ে
থাকে সেক্ষেত্রে ওয়াইফাই সেকশনের ওপর ট্যাপ করে ধরে রাখার কিছুক্ষণ পরেই সেখানে
একটি কিউআর কোড এর ইন্টারফেস চলে আসবে।
এরপর নিচের দিকে কিউআর কোড সেভ করার অপশন আসবে। যদি না আসে সে ক্ষেত্রে আপনি কি
আর করতে স্ক্রিনশট করে নিতে পারেন। স্ক্রিনশট করে নেয়ার পর যতোটুকু অংশ কিউআর
কোড রয়েছে ততটুকু অংশ ক্রপ করে নিন। এরপর যে কোন একটি ব্রাউজার থেকে ZXing
Decoder Online এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন।
প্রবেশ করার পর নতুন একটি ইন্টারফেস শো করবেন এবং সেখানে চুজ ফাইল নামের একটি
অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনার ফাইলে গিয়ে আপনি যে কিউআর কোড টি স্ক্রিনশট
করে রেখেছিলেন সেটিকে সিলেক্ট করে দেবেন। এরপর সাবমিট লেখার উপর ক্লিক করবেন।
তাহলেই আপনার কালকে তো ওয়াইফাই এর পাসওয়ার্ড সহ আরো বিভিন্ন ডিটেলস সমূহ আপনার
কাছে চলে আসবে।
ল্যাপটপ বা পিসি থেকে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়ঃ
ল্যাপটপ বা ডেক্সটপে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনি
আপনার কম্পিউটারের কী বোর্ডের (Windows Key+R) একসাথে ক্লিক করে কমান্ডে আসুন।
এরপর ncpa.cpl কমান্ড টাইপ করুন। খেয়াল রাখবেন কমান্ডগুলো যেন ছোট হাতের হয়।
কমান্ড টাইপ করা হয়ে গেলে ইন্টার বাটনে প্রেস করুন।এরপর একটি ইন্টারফেস আসবে
যেখানে আপনার কম্পিউটারে যতগুলো কানেক্টেড ওয়াইফাই রয়েছে তার লিস্ট আকারে চলে
আসবে।
এরপর আপনি যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দেখতে চান সেটির উপর ডাবল ক্লিক করুন।
ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে সেখানে ওয়ারলেস প্রোপারটিজ নামের একটি
অপশন থাকবে, ওইখানে ক্লিক করুন। এরপর আপনাকে নতুন একটি ইন্টারফেস এ নিয়ে যাবে
এখানে সিকিউরিটি লেখার উপর ক্লিক করলেই আপনি আপনার কাঙ্খিত ওয়াইফাই এর
পাসওয়ার্ডটি দেখতে পাবেন।
ম্যাকবুকে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়ঃ
ম্যাকবুক এ কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে প্রথমে উপরের বাম সাইডের
কর্ণারে থাকা অ্যাপেল আইকনে ক্লিক করে সিস্টেম সেটিংসে প্রবেশ করুন। এরপর আপনার
কাছে একটি ইন্টারফেস আসবে এখানে ওয়াইফাই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করার পর যে
ওয়াইফাইটি আপনার ম্যাকবুকে কানেক্ট করা আছে ওইটার নাম শো করবে এবং সাইডে একটি
ছোট থ্রি ডট আইকন পাবেন। থ্রি ডট এ ক্লিক করে ওইখানে কপি পাসওয়ার্ড লেখাটিতে
ক্লিক করুন। এতে আপনার ম্যাকডুকে কানেক্ট হওয়া পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে। এরপর
এটিকে আপনি নোটসে যেয়ে পেস্ট করলেই পাসওয়ার্ডটি দেখতে পারবেন।
ম্যাকবুকে কানেক্ট করা পাসওয়ার্ড বের করার আরো একটি মেথড রয়েছে। এটির জন্য
ম্যাকবুকের (Command+Space) বাটন একসাথে ক্লিক করুন। ক্লিক করার পর স্পটলাইট
সার্চ ওপেন হবে এখানে terminal টাইপ করে রিটার্নকিতে ক্লিক করুন। security
find-generic-password -ga YourWifiNetworkName | grep “password: এই কমান্ডটি
লিখুন এবং এখানে YourWifiNetworkName এই জায়গাতে আপনার ওয়াইফাই নেটওয়ার্কের
নামটি দিন। এরপর একটি ইন্টারফেস এ আপনার ম্যাকবুকের ইউজারনেম এবং পাসওয়ার্ড
দিয়ে এলাও করলে ম্যাকবুক এ কানেক্ট থাকা wi-fi পাসওয়ার্ডটি চলে আসবে।
ওয়াইফাই পাসওয়ার্ড শো
ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড হারানো একটি সাধারণ সমস্যা হতে পারে। তবে, এটি
খুঁজে বের করার বেশ সহজ পদ্ধতি আছে। যদি আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানেন না
বা ভুলে যান, তাহলে আপনি খুব সহজেই রাউটারের Admin প্যানেল থেকে ওয়াইফাই
পাসওয়ার্ড দেখাতে পারেন। Admin প্যানেল হলো রাউটারের ইন্টারফেস,
যেখানে আপনি নেটওয়ার্কের সব সেটিংস পরিবর্তন করতে পারেন। এতে আপনি আপনার রাউটারের
নিরাপত্তা সেটিংস, পাসওয়ার্ড এবং অন্যান্য কনফিগারেশন পরিবর্তন করতে পারবেন।
Admin প্যানেল থেকে ওয়াইফাই পাসওয়ার্ড শো করার মাধ্যমে আপনি সহজেই পাসওয়ার্ড
পুনরুদ্ধার করতে পারবেন যদি আপনি ভুলে গিয়ে থাকেন।
Admin প্যানেল থেকে ওয়াইফাই পাসওয়ার্ড শো করতে প্রথমে, আপনার রাউটারের IP
অ্যাড্রেস (যেমন: 192.168.1.1 অথবা 192.168.0.1) ব্রাউজারে টাইপ করুন। এটি আপনাকে
রাউটারের লগইন পেজে নিয়ে যাবে। এরপর রাউটারের লগইন পেজে ইউজারনেম এবং পাসওয়ার্ড
দিন। বেশিরভাগ রাউটারের জন্য ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড হতে পারে "admin" এবং
"admin", তবে যদি আপনি পূর্বে এগুলি পরিবর্তন করে থাকেন, তাহলে সেগুলি ব্যবহার
করুন।
লগইন করার পর, ওয়াইফাই বা Wireless Settings অপশনে যান। এখানে আপনি আপনার ওয়াইফাই
পাসওয়ার্ড দেখতে এবং পরিবর্তন করতে পারবেন। ওয়াইফাই সেটিংস পেজে আপনি "Security"
অথবা "Password" সেকশন দেখতে পাবেন। এখানে আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন। কিছু
রাউটারে এই পাসওয়ার্ডটি সরাসরি শো হবে, অন্য রাউটারগুলোতে আপনি "Show" বা
"Display Password" বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড দেখতে পারবেন।
ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার
আমাদের দৈনন্দিন জীবন এখন ইন্টারনেটের উপর নির্ভরশীল। ওয়াইফাই সংযোগ ব্যবহার করে
আমরা কাজ থেকে শুরু করে শিক্ষা এবং বিনোদন সবকিছুই পরিচালনা করতে পারি।
উদাহরণস্বরূপ, কখনও কখনও যখন ওয়াইফাই সংযোগের সমস্যা দেখা দেয়, তখন কিছু
সুপরিচিত সফ্টওয়্যার দ্রুত এবং সহজেই এটি সমাধান করতে সাহায্য করতে পারে।
ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার গুলো হলঃ
Connectify Hotspot: এটি একটি
জনপ্রিয় সফ্টওয়্যার যা আপনার পিসিকে একটি ভার্চুয়াল রাউটারে পরিণত করবে। এটি
আপনাকে অন্যান্য ডিভাইসের সাথে ইন্টারনেট ভাগ করে নিতে সাহায্য করবে।
NetSpot: এটি আপনার জন্য
নেটওয়ার্ক বিশ্লেষণ করে এবং শক্তিশালী সিগন্যালযুক্ত নেটওয়ার্ক খুঁজে বের করে।
একটি সহজ, স্বজ্ঞাত ইন্টারফেস, তবুও শক্তিশালী বৈশিষ্ট্য সহ।
WiFi Analyzer: WiFi Analyzer
কেবল একটি মোবাইল অ্যাপ যা নিকটবর্তী ওয়াইফাই নেটওয়ার্কগুলির সিগন্যাল শক্তি
গ্রহণ করে এবং বিশ্লেষণ করে যাতে আপনাকে সেরাটি বেছে নিতে সহায়তা করে।
Wifiner: এ সফ্টওয়্যার দ্বারা
একটি একক নেটওয়ার্ক বিশ্লেষণ করা যেতে পারে। বিশেষ করে, ব্যবসায়িক স্থানে
ওয়াইফাই সংযোগ উন্নত করার জন্য এটি কার্যকর।
ওয়াইফাইতে সংযোগ করার সময় আপনাকে সুরক্ষিত রাখার টিপস
- সর্বদা নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করুন।
- আপনি যখনই পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন, ভিপিএন ব্যবহার করুন।
- সফ্টওয়্যারটিতে কোনও ম্যালকোড নেই তা নিশ্চিত করুন।
পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট
এখন মানুষ ইন্টারনেট সংযোগের উপর অনেক বেশি নির্ভরশীল। আসলে, আমরা প্রায়শই এমন
পরিস্থিতিতে পড়ি যেখানে আমরা ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগ করতে চাই, কিন্তু আমরা
পাসওয়ার্ড জানি না। পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই সংযোগ করার বিভিন্ন উপায় রয়েছে।
কিন্তু এটি করার আগে, মনে রাখবেন যে এটি যা-ই হোক না কেন তা অবশ্যই বৈধ হতে হবে
এবং নেটওয়ার্ক মালিকের অনুমতি নিয়েই করা হচ্ছে। পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই
কানেক্ট করতে-
WPS (Wi-Fi Protected Setup) ব্যবহার করতে পারেন:
WPS মানে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই সংযোগ তৈরির দ্রুত এবং সহজ উপায়। এটি
রাউটারের WPS বোতামের সাথে নির্দিষ্ট। রাউটারের WPS বোতাম টিপে WPS চালান। এর
পরে, WiFi সেটিংসে যান এবং আপনার ডিভাইস থেকে WPS বিকল্পটি নির্বাচন করুন। এটি
স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।
QR কোড ব্যবহার: আজকাল
রাউটারগুলি বেশিরভাগই QR কোড সংযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। রাউটারের পিছনে QR
কোডটি সন্ধান করুন এবং এটি স্ক্যান করুন। আপনার ডিভাইসটি সংযোগ করার জন্য আপনাকে
পাসওয়ার্ড লিখতে বলা হবে না।
Wi-Fi শেয়ারিং অ্যাপ ব্যবহার:
এমন অ্যাপ রয়েছে যা পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই শেয়ার করতে পারে যেমন WiFi
Master Key এবং Instabridge। প্রথমে আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। একবার,
আপনি কাছাকাছি ওয়াইফাই নেটওয়ার্ক নির্বাচন করতে এবং সংযোগ করতে সক্ষম হবেন।
ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম
বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ওয়াইফাই। কিন্তু যদি
আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলে কেউ আপনার নেটওয়ার্কে প্রবেশ করতে পারে, তবে এটি
আপনার নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই নিয়মিতভাবে ওয়াইফাই পাসওয়ার্ড
পরিবর্তন করা একটি ভাল অভ্যাস।
ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করতে প্রথমে, আপনার রাউটারের IP অ্যাড্রেস
(যেমন: 192.168.1.1 বা 192.168.0.1) আপনার ব্রাউজারে টাইপ করুন। এটি আপনার
রাউটারের লগইন পেজে নিয়ে যাবে। এরপর আপনার রাউটারের লগইন পেজে ইউজারনেম এবং
পাসওয়ার্ড দিন। সাধারণত, ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড থাকে "admin" ও "admin",
তবে রাউটার ব্র্যান্ড অনুযায়ী এটি ভিন্ন হতে পারে।
লগইন করার পর, "Wireless Settings" বা "Wi-Fi Settings" অপশনে যান। সেখানে আপনি
আপনার নেটওয়ার্কের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। "Password" বা "Security Key"
এর বক্সে আপনার নতুন পাসওয়ার্ড টাইপ করুন। একটি শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন
করুন যা বড়, জটিল এবং বিভিন্ন ধরনের অক্ষর (বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর,
সংখ্যা এবং বিশেষ চিহ্ন) দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করে নিন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url