20000 টাকার মধ্যে ভালো ৫টি ল্যাপটপ
আপনি কি 20000 টাকার মধ্যে ভালো ল্যাপটপ খুজছেন? তাহলে একদম সঠিক যায়গায় চলে
এসেছেন। আমরা এই আর্টিকেলটিতে 20000 টাকার মধ্যে ভালো ৫টি ল্যাপটপ তালিকাভুক্ত
করেছি।
এই বাজেটের মধ্যে সেরা পারফরম্যান্স, ভালো ব্যাটারি ব্যাকাপ এছাড়াএ উন্নত
ফিচারযুক্ত ল্যাপটপ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। চলুন তাহলে মূল বিষয়ে
যাওয়া যাক।
সূচিপত্রঃ 20000 টাকার মধ্যে ভালো ৫টি ল্যাপটপ
ভূমিকা
এক সময় ল্যাপটপ সাধারনত অফিসের কাজে অথবা লেখাপড়ার ক্ষেত্রে ব্যবহার করা হতো।
কিন্তু বর্তমান সময়ে ল্যাপটপ শুধুমাত্র অফিস বা লেখাপড়ার ক্ষেত্রে ব্যবহারেই
সীমাবদ্ধ নয় বরং বর্তমান সময়ে বিনোদন সহ, ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজ, গেমিং
ইত্যাদি ক্ষেত্রে ল্যাপটপের গুরুত্ব অপরিসীম। বর্তমান বাজারে নানান বাজেটের
ল্যাপটপ রয়েছে।
তবে কম বাজেটে ভালো ল্যাপটপ খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। আমাদের এই
আরটিকালটি একমাত্র তাদেরকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে যারা সীমিত বাজেটে একটি
ভালো ল্যাপটপ খুঁজছেন। ২০ হাজার টাকার মধ্যে এমন বেশ কিছু ল্যাপটপ রয়েছে যা
আপনার দৈনন্দিন কাজের জন্য একটি ভালো পারফরম্যান্স দিতে সহায়তা করবে।
20000 টাকার মধ্যে ল্যাপটপ কেনার আগে বিবেচ্য বিষয়
প্রিয় পাঠক আপনি যদি ২০ হাজার টাকার মধ্যে একটি ল্যাপটপ কিনতে চান সেই ক্ষেত্রে
ল্যাপটপটি কেনার আগে অবশ্যই আপনাকে কিছু বিষয় সম্পর্কে জেনে রাখা জরুরী। ল্যাপটপ
কেনার আগে অবশ্যই আপনি কনফার্ম করবেন যে ল্যাপটপটি আপনি কি উদ্দেশ্যে কিনছেন
অর্থাৎ ল্যাপটপটি আপনি কি ধরনের কাজ করার জন্য ব্যবহার করতে চান।
আপনার যদি বাজেট ২০ হাজারের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ল্যাপটপের প্রসেসর
হিসেবে কোর আই থ্রি বা এমডি রাইজেন এর প্রসেসর নির্বাচন করতে পারেন। তবে এই এটি
মাথায় রাখবেন যে প্রসেসরের জেনারেশন যত বেশি হবে তত ভালো হোক সেটি কোর আই থ্রি
বা কোর আই ফাইভ। তাই ল্যাপটপ কেনার আগে অবশ্যই প্রসেসরের জেনারেশন দেখে ল্যাপটপ
নির্বাচন করবেন।
প্রসেসরের পর আসে র্যাম। র্যাম সর্বনিম্ন ৪ জিবি তো থাকতেই হবে তবে ৮ জিবি হলে
ভালো। এটি সম্পূর্ণ আপনার বাজেটের উপর নির্ভরশীল। স্টোরেজ এর ক্ষেত্রে হার্ডডিস্ক
না নিয়ে এসএসডি নেওয়ার চেষ্টা করুন কেননা হার্ডডিক্সের থেকে এসএসডি
তুলনামূলকভাবে অনেকটাই ফাস্ট।
ডিসপ্লে ১৪-১৫.৬ ইঞ্চি, Full HD (1920x1080) রেজোলিউশন। এছাড়াও ব্যাটারি ব্যাকআপ
৪ থেকে ৫ ঘন্টার ওপরে রয়েছে এমন ধরনের ল্যাপটপ নির্বাচন করুন। অপারেটিং সিস্টেম
উইন্ডোজ টেন অথবা এলিভেন দেখে নিবেন তবে প্রি ইন্সটল থাকলে ভালো হয়।
২০ হাজার টাকা বাজেটে আপনি সাধারণত এন্ট্রি-লেভেলের ল্যাপটপগুলো পেয়ে যাবেন।
20000 টাকার মধ্যে কয়েকটি ভালো ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা
করি এটি আপনাদের বাজেটে সেরা ল্যাপটপটি খুজে পেতে সহায়তা করবে।
20000 টাকার মধ্যে সেরা ৫টি ল্যাপটপ
১. HP Chromebook 11MK G9 EE
এই ল্যাপটপটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন Chrome OS.
ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek MT8183 Octa-Core, ল্যাপটপটিতে 4GB
LPDDR4X র্যাম রয়েছে। এছাড়াও এটিতে থাকছে 11.6" HD Anti-Glare ডিসপ্লে যার
রেজুলেশন (1366 x 768)। ল্যাপটপটিতে আপনারা প্রায় ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ
পেয়ে যাবেন। ল্যাপটপের মূল্য প্রায়ই ৳১৩,০০০ - ১৪,০০০, আপনাদের বাজেট যদি অনেক
লো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ল্যাপটপটি দেখতে পারেন। ল্যাপটপটি খুবই লাইট
ওয়েট, দ্রুত অন করা যায় এবং ভাইরাসের কোন ভয় নেই।
২. Ultimus Lite NU14U4INC43BN-SG
এই ল্যাপটপটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন উইন্ডোজ ১০ এর হোম
এডিশন। প্রসেসর হিসেবে থাকছে Intel Celeron N4020, ল্যাপটপটিতে 4 জিবি DDR4 এর
র্যাম ব্যবহার করা হয়েছে। স্টোরেজে থাকছে 128GB SSD, এছাড়াও 14.1" HD ডিসপ্লে,
ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ আপনারা সাধারণত ৫ থেকে ৬ ঘন্টা পেয়ে যাবেন।
ল্যাপটপের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায়ই ৳১৭,০০০ - ১৮,০০০, তাই আপনাদের
বাজেট যদি ২০ হাজারের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ল্যাপটপটি দেখতে পারেন।
ল্যাপটপটিতে এসএসডি থাকার কারণে দ্রুত বুট হয় এছাড়াও এটিতে অফিস সফটওয়্যার
গুলো ভালই চালানো যায়।
৩. Ultimus Pro NU14U5INC43BN-SG
এই ল্যাপটপটিতে আপনারা windows 11 এর অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন। প্রসেসর
হিসেবে থাকছে Intel Celeron N4020c, ল্যাপটপটিতে 4 জিবি DDR4 এর র্যাম ব্যবহার
করা হয়েছে। স্টোরে যে থাকছে 128GB SSD এছাড়াও ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে 14.1”
HD ডিসপ্লে পেয়ে যাবেন। ল্যাপটপটিতে আপনারা প্রায় ছয় ঘন্টার উপরে ব্যাটারি
ব্যাকআপ পেয়ে যাবেন। ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে নতুন মডেল, উন্নত ডিজাইন ও
প্রাক্টিক্যাল পারফরম্যান্স। তাই আপনি যদি ২০ হাজার টাকার মধ্যে একটি ভাল ল্যাপটপ
খুজে থাকেন তাহলে এই ল্যাপটপটি দেখতে পারেন। ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে প্রায়
১৮,৫০০ টাকা।
৪. iBall Premio v3.0
এই ল্যাপটপটিতে থাকছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ল্যাপটপটিতে প্রসেসর থাকছে
Intel Pentium Quad-Core N4200, ল্যাপটপটিতে 4GB DDR3 এর Ram ব্যবহার করা হয়েছে।
স্টোরেজে থাকছে 32GB SSD যা খুবই সীমিত সেক্ষেত্রে আপনারা এক্সটার্নাল হার্ডডিস্ক
ব্যবহার করতে পারেন। এছাড়াও ল্যাপটপ পেতে 14" HD ডিসপ্লে পাবেন। ব্যাটারি
ব্যাকআপ এর ক্ষেত্রে এটিতে আপনারা পাঁচ ঘন্টার উপরে ব্যাটারির ব্যাকআপ পেয়ে
যাবেন। ল্যাপটপটি সাধারণত শিক্ষার্থী, ওয়ার্ড-এক্সেল ব্যবহারকারীর জন্য উপযুক্ত।
তাই আপনি যদি একটি বাজেট ফ্রেন্ডলি, মেটাল ফিনিশ ও ভালো কিবোর্ড এর ল্যাপটপ খুঁজে
থাকেন তাহলে এই ল্যাপটপটি দেখতে পারেন। ল্যাপটপটির মূল্য প্রায় ১৮,০০০ - ১৯,০০০
টাকা।
৫. Lenovo ThinkPad X240 (Used / রিফার্বিশড)
ল্যাপটপটিতে রয়েছে Windows 10 Pro অপারেটিং সিস্টেম। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন
Intel Core i5 4th Gen / i7 4th Gen (রিফার্বিশড)। র্যাম থাকবে 4GB কিন্তু এটিকে
আপনি এক্সপেন্ডেবল করে ব্যবহার করতে পারবেন। স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 500GB
HDD বা 128GB SSD (বাজারভেদে ভিন্ন)। এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে 12.5” HD
ডিসপ্লে। Lenovo ThinkPad সিরিজের ল্যাপটপগুলো টেকসই, অসাধারণ কিবোর্ড এবং এর
পারফরমেন্সের জন্য বেশ জনপ্রিয়। তাই আপনার বাজেট যদি ৳১৫,০০০ - ২০,০০০ এর মধ্যে
হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি ল্যাপটপটি দেখতে পারেন।
কোন ল্যাপটপ কাদের জন্য উপযুক্ত?
- HP Chromebook 11MK: এই ল্যাপটপটি শিক্ষার্থী এবং হালকা কাজে ব্যবহারকারীর জন্য উপযুক্ত।
- Ultimus Lite: এই ল্যাপটপটি হালকা অফিসের কাজ এছাড়াও ব্রাউজিং এর ক্ষেত্রে ব্যাবহারের জন্য উপযুক্ত।
- Ultimus Pro: এই ল্যাপটপটি সাধারণ কাজ, নতুন ল্যাপটপ ব্যবহারকারীর জন্য উপযুক্ত।
- iBall Premio: এই ল্যাপটপটি শিক্ষার্থী এবং সাধারণ ব্যবহারকারীর জন্য উপযুক্ত।
- Lenovo ThinkPad X240 (Used / রিফার্বিশড): এই ল্যাপটপটি অফিস বা ভারি সফটওয়্যার ব্যবহারকারীর জন্য উপযুক্ত।
ল্যাপটপ কেনার সময় সাধারণ ভুলগুলো
- প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ না বাছা।
- শুধু প্রসেসর দেখেই সিদ্ধান্ত নেওয়া প্রসেসরের জেনারেসন না দেখা।
- SSD না নেওয়া।
- RAM নিয়ে ভুল ধারণা।
- ব্যাটারি ও স্ক্রীন সাইজ উপেক্ষা করা।
- শুধু ব্র্যান্ড দেখে ল্যাপটপ নেওয়া।
- নতুন vs রিফার্বিশড নিয়ে বিভ্রান্তি।
- পোর্ট ও কনেক্টিভিটি না দেখা।
- সফটওয়্যার লাইসেন্স না দেখা।
- গ্যারান্টি ও সাপোর্ট না যাচাই করা।
উপসংহার
আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পরের জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আশা করি
আর্টিকেলটি থেকে 20000 টাকার মধ্যে ভালো ৫টি ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে
পেরেছেন। আর্টিকেলটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। আপনার কোন মতামত
থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন বিভিন্ন ধরনের তথ্যমূলক আর্টিকেল পড়তে
নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url